পাকিস্তান সফরের আগে ঘরোয়া লিগে দুর্দান্ত ব্যাটিং করেনছেন তামিম ইকবাল। দেশসেরা এ ওপেনার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে ট্রিপল সেঞ্চুরি করেন। দেশের হয়ে প্রথম শ্রেণির
ক্রিকেটে সর্বোচ্চ ৩৩৪ রানের ইনিংস খেলে ক্যারিয়ারে প্রথম পাকিস্তান সফরে গিয়ে ব্যর্থ হন তামিম। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫ বল খেলে মাত্র তিন রান করে মোহাম্মদ আব্বাসের বলে গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম।
গত বছরের মার্চে নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশ খেলেছে তিনটি টেস্ট। সেপ্টেম্বরে দেশের মাঠে আফগানিস্তান আর নভেম্বেরে ভারত সফরে হলকার এবং ঐতিহ্যবাহী কলকাতার ইডেন গার্ডেন্স টেস্টে ছিলেন না তামিম।
বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমে তিন রানে আউট হয়ে ফেরেন তামিম। তার এমন ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশ অলআউট হয় ২৩৩ রানে।
শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই মাত্র ৩ রানে দুই ওপেনার সাইফ হাসান ও তামিম ইকবালের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্তর ৪৪, মোহাম্মদ মিঠুনের ৬৩ রানের ইনিংস ভর করে শেষ পর্যন্ত ২৩৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।