Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বোদায় দেখা মিলল নেপালি ঈগলের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৫৭ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পঞ্চগড়ে বোদা উপজেলায় বিরল প্রজাতির একটি নেপালি ঈগল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার ধ্যান গ্রামে নেপালি ওই ঈগলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন স্থানীয়রা।

পরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা নেপালি ওই ঈগলটিকে উদ্ধার করেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম শুক্রবার ওই ঈগলটিকে উদ্ধার করে বোদা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে ঈগলটি আটোয়ারী উপজেলার বন্যপ্রাণীর আলোকচিত্রী ফিরোজ আল-সাবার বাসায় রাখা হয়। 

বন বিভাগের দেবীগঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘ঈগলটি খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল। পুরোপুরি সুস্থ হলে সেটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।’

এ ব্যাপারে দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান দৈনিক অধিকারকে জানান, ঈগলটির ইংরেজি নাম স্টেপি। বাংলাদেশে এটি পরিযায়ী পাখি। যা সারা বিশ্বেই বিপন্ন। বাংলাদেশে এটি নেপালি ঈগল নামে পরিচিতি পেলেও ভারত, ভুটানসহ অন্যান্য দেশেও এই পাখির অস্তিত্ব দেখা যায়। বর্তমানে ঈগলটি বন বিভাগের পর্যবেক্ষণে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Bootstrap Image Preview