Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাকিব আক্ষেপে পুড়ছে রমিজ রাজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ১০:৫৬ AM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ১০:৫৬ AM

bdmorning Image Preview


জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন রাখায় ১ বছর নিষিদ্ধ বাংলাদেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডারের এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকান্ডে হতাশ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা।

ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া রমিজ রাজা বলেন, সাকিবের এমন কর্মকান্ডে আমি হতাশ। সে এত বুদ্ধিমান, প্রতিভাবান, অভিজ্ঞ ক্রিকেটার অথচ এমন ভুল করল!

রাওয়ালপিন্ডি টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ প্রথম দিনেই ২৩৩ রানে অলআউট হয়।

টাইগারদের ব্যাটিং দেখে বাংলাদেশের এক সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রমিজ রাজা বলেন, ওপেনাররা হচ্ছে টোন সেটার। যেকোনো কন্ডিশনে, সব দলই তাকিয়ে থাকে তাদের ওপেনারদের দিকে। উইকেটের আচরণ নিয়ে ওপেনাররাই সঠিক বার্তা দিতে পারে, যেটি পরে অনুসরণ করে সতীর্থ ব্যাটসম্যানরা। বাংলাদেশের ওপেনাররা সেটি করতে পারেনি।

তবে পাকিস্তানের এ সাবেক তারকার বিশ্বাস বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ভালো ব্যাটিং করবে।

Bootstrap Image Preview