Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, ডিসেম্বার ২০২৫ | ১ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পের অভিশংসন শুনানিতে সাক্ষ্য দেয়ায় দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪৫ AM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪৫ AM

bdmorning Image Preview


সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের শুনানি অনুষ্ঠিত হয়। এই শুনানিতে সাক্ষ্য দেয়ায় দুই সিনিয়র মার্কিন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ট্রাম্প।  হোয়াইট হাউসের বরাতে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, বরখাস্তকৃত দুই কর্মকর্তা হলেন, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) মার্কিন রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড এবং মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ইউক্রেন বিশেষজ্ঞ আলেকজান্ডার ভিন্ডম্যান। 

মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি অভিযোগের প্রেক্ষিতে আনা অভিশংসনের প্রস্তাব গত বুধবার খারিজ হয়ে যায়।

এই অভিশংসন থেকে রেহাই পাওয়ার পর ওই বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

প্রসঙ্গত, কংগ্রেসে গত নভেম্বর মাসে ট্রাম্পের অভিশংসন শুনানিতে সাক্ষ্য দিয়েছিলেন গর্ডন সন্ডল্যান্ড। সে সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, গর্ডন সন্ডল্যান্ড তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।

Bootstrap Image Preview