Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্যাটিং আক্ষেপে পুড়ছেন শান্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ১১:৫৪ AM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ১১:৫৪ AM

bdmorning Image Preview


পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিণ্ডি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৩৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। যদিও একটা সময় বড় স্কোরের আভাস দিচ্ছিলেন অধিনায়ক মুমিনুল হক এবং বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। 

মাত্র ৩ রানের মাথায় দুই উইকেট হারিয়ে ফেলার পর মুমিনুল এবং শান্তর ৫৯ রানের জুটিতে বিপদে কাটিয়ে উঠছিল সফরকারীরা। কিন্তু ৬২ রানের সময় অধিনায়ক মুমিনুল বিদায় নিলে দ্রুত ফিরতে হয় শান্তকেও (৪৪)। 

মাঝখানে লিটন দাস এবং তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে মোহাম্মদ মিঠুনের লড়াই কিছুটা স্বস্তি এনে দিয়েছিল বাংলাদেশকে। তবে ৬৩ রান করা মিঠুনও তাঁর ইনিংস লম্বা করতে ব্যর্থ হন। দিন শেষে তাই স্বল্প পুঁজিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম দিন বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা শান্তর কণ্ঠে তাই একরাশ হতাশা প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, 'স্কোর আরেকটু ভালো হতে পারতো আমার কাছে মনে হয়। শুরুতে দুটি উইকেট পড়ার পর আমরা ভালোভাবে কামব্যাক করেছিলাম। যেমন আমার এবং মুমিনুল ভাইয়ের একটি জুটি হয়েছিল। সেখান থেকে আমাদের বড় রান করা উচিত ছিল। আমি বলছি না যে অনেক ভালো উইকেট ছিল। তবে আমাদের যে ছোট ছোট জুটি হয়েছিল সেটা বড় হলে আমাদের রানটি আরেকটি বড় হতো।' 

দলকে অলআউট হওয়া থেকে বাঁচাতে কম চেষ্টা করেননি মিঠুন এবং মাহমুদউল্লাহরা। কিন্তু বড় স্কোরের আভাস দিয়েও ব্যর্থ হতে হয় তাদের। দিনের শেষটা ভালো করতে না পারার আক্ষেপ তাই রয়েই যাচ্ছে শান্ত তথা বাংলাদেশের।

শান্তর ভাষ্যমতে, 'মুমিনুল ভাই বলেন কিংবা আমি বা লিটন ভাই, মাহমুদউল্লাহ ভাই অনেক ভালো একটা শুরু পেয়েছে। মিঠুন ভাই ভালো একটা ইনিংস খেলেছে। তাই এই বিশ্বাসটি আমাদের মধ্যে এসেছে যে ভালো খেলা সম্ভব।' 

Bootstrap Image Preview