Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গুরু রাসেল ডোমিঙ্গোর সমালোচনা করলেন সাবেক শিষ্য ফিল্যান্ডার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ১২:০৫ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ১২:০৫ PM

bdmorning Image Preview


সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারনন ফিল্যান্ডার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। অবসর নিলেও ভবিষ্যতে দেশটির ক্রিকেটের সঙ্গে জড়িত থাকার ইচ্ছা পোষণ করেছেন তিনি। তবে এসব আলোচনার মাঝে এক সাক্ষাতকারে ২০১৫ বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে সমালোচনাও করেছেন ফিল্যান্ডার।

২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে শেষ ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। ফাইনালের আগের ম্যাচে ফিল্যান্ডারকে একাদশে রাখে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট।

সেই বিশ্বকাপে ৪ ম্যাচে ৯ উইকেট নেয়া কাইল অ্যাবটকে বসিয়ে নেয়া হয় ফিল্যান্ডারকে। কিন্তু ফর্মে থাকা অ্যাবটকে কেন বসিয়ে দেয়া হচ্ছে সেটা বুঝতে পারেননি তিনি। এই বিষয়ে সে সময় দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্বে থাকা রাসেল ডোমিঙ্গোর কাছে জানতে চেয়েছিলেন ফিল্যান্ডার।

ডোমিঙ্গর সঙ্গে খোলামেলা আলাপ হলেও ফিল্যান্ডারের দাবি কোচ তাকে পরিষ্কারভাবে কিছু বলেননি। উল্টো প্রোটিয়া এই পেসারের মতে বাংলাদেশের বর্তমান কোচ সে সময় তার কাছ থেকে কথা গোপন করেছিলেন।

ফিল্যান্ডার বলেন, `আমি কোচের (ডমিঙ্গো) সঙ্গে খোলামেলা আলাপ করেছিলাম। তাকে বলেছিলাম সেরা খেলোয়াড়ের খেলানো উচিত। সে আমাকে বলেছিল তুমি আজকের দিনের সেরা খেলোয়াড় তাই খেলছো। কিন্তু আমার মনে হচ্ছিলো তারা আমাকে এবং কাইলকে পরিষ্কারভাবে কিছু বলছে না। কথা গোপন করছে। পর্দার আড়ালে অবশ্যই অনেক কিছু ঘটেছিল যা আমরা জানি না।'

২০১৫ বিশ্বকাপের পর এক রিপোর্ট থেকে জানা যায়, অ্যাবটকে বসিয়ে ফিল্যান্ডারকে খেলানোর পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। জানা গেছে, উপর মহলের নির্দেশে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান নির্বাহী হারুন লরগাত এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

Bootstrap Image Preview