Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিততে দেশের মানুষের দোয়া চাইলেন আকবর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ১২:৩৬ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ১২:৩৬ PM

bdmorning Image Preview


যুব বিশ্বকাপ টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা আকবর আলীর দল শুরু থেকেই ছিল দুর্দান্ত। সেই সাথে অধিনায়ক আকবর আলীও বড় ম্যাচ স্নায়ু চাপকে করেছেন জয়। এবার সামনে বিশ্বকাপ জয়ে টাইগারদের বাঁধা ভারত। শক্তিশালী ভারতকে হারাতে বাংলাদেশের মানুষদের সমর্থন তিনি।

গতকাল বৃহস্পতিবার পচেফস্ট্রুমে সেমিতে নিউজিল্যান্ডের ২১২ রান তাড়া করে ৬ উইকেটে অনায়াসে জেতে আকবর আলির দল। এই সেমিফাইনালের আগেও বাংলাদেশ যুব দলের অধিনায়ক বলেছিলেন বাকি আট-দশ ম্যাচের মতই খেলতে নামবেন তারা, চাপ সরাতে গায়ে মাখবেন না উত্তাপ।

ফাইনালে ভারতের বিপক্ষেও বাংলাদেশ দলের থাকছে একই ভাবনা। আকবর বলেন, ‘ফাইনালকেও আমরা অন্য আট-দশটা ম্যাচের মতোই খেলব। আমাদের প্রথম ফাইনাল, এটা ভেবে চাপ নেব না। ভারত খুব ভালো দল। আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। তিন বিভাগেই আমাদের সেরাটা দিতে হবে।’

গতকাল ম্যাচ শেষে অধিনায়কের কণ্ঠে ঝরল সতীর্থদের প্রশংসা, ‘ওরা (জয় ও হৃদয়) যেভাবে ব্যাটিং করেছে, সেটা অসাধারণ। ওরা কঠোর পরিশ্রম করেছে। এটা প্রশংসনীয়। আমাদের তিন স্পিনারই দারুণ বল করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা আগে খেলেছি। আমাদের পরিকল্পনা ছিল তাদের কীভাবে বল করব।’

এর আগে ইংল্যান্ডে ত্রিদেশীয় কাপের ফাইনাল ও যুব এশিয়া কাপের ফাইনালে এই দলটির কাছেই শিরোপা হাতছাড়া হয়েছে আকবরদের। এবার বিশ্বকাপ ফাইনালেও একই প্রতিপক্ষকে পেয়ে দেশবাসীর সমর্থন চাইলেন বাংলাদেশ অধিনায়ক, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেটের জন্য পাগল। আমি আশা করছি ফাইনালেও তারা আমাদের অকুণ্ঠ সমর্থন দেবেন।’

Bootstrap Image Preview