সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে মধ্যাঞ্চলকে প্রথম ইনিংসে ১৭০ রানে অলআউট করে উত্তরাঞ্চল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে উত্তরাঞ্চল অলআউট হয়েছে ১৬৬ রানে। পেসার মুস্তাফিজুর রহমান নিয়েছেন চার উইকেট।
তিন উইকেটে ৮৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছে উত্তরাঞ্চল। এ দিনের শুরুতে ব্যর্থ হয়ে ফিরেছেন মুশফিকুর রহিম। ২ রানে থাকা মুশফিককে বোল্ড করে ফেরান মুস্তাফিজ।
এরপর চটজলদি বিদায় নেন তানবির হায়দারও (৫)। তাঁকে সাজঘরের পথ দেখান মুকিদুল ইসলাম মুগ্ধ। তারপর আরিফুল হককে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন উত্তরাঞ্চলের অধিনায়ক নাঈম ইসলাম।
কিন্তু শহিদুল ইসলামের বলে পরাস্ত হন তিনি। অভিজ্ঞ নাঈমের ব্যাটে আসে ২২ রান। এরপর নিয়মিত আসা যাওয়ার মধ্যে ব্যস্ত থাকেন উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা।
একপ্রান্ত আগলে রাখেন আরিফুল। শেষ উইকেট হিসেবে বিদায় নেয়ার আগে ৫০ রান আসে তাঁর ব্যাট থেকে। মুস্তাফিজ ছাড়াও উইকেটের দেখা পেয়েছেন মধ্যাঞ্চলের সব বোলার। আরাফাত সানি দুটি এবং শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শুভাগত হোম একটি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ১৭০/১০ (৪৮.৫ ওভার)
(রকিবুল ৭০, আরাফাত ২৫*; তাসকিন ৫/৫৪)
উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ ১৬৬/১০ (৬৩.৪ ওভার)
(আরিফুল ৫০, জুনায়েদ ৪৭; মুস্তাফিজ ৪/৬৮)