Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান সবসময় ভারতকে স্বাগত জানাতে প্রস্তুত: আফ্রিদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ০১:৪৩ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ০১:৪৩ PM

bdmorning Image Preview


ক্রিকেট দু্ই দেশের মতপার্থক্য দূর করতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।

তিনি বলেন, ‘এশিয়া কাপ-২০২০ খেলতে আসতে চাইলে তাদের আমরা স্বাগত জানবো। আমি মনে করি, পাকিস্তান সবসময় তাদের স্বাগত জানাতে প্রস্তুত। দুই দেশের মধ্যে মতপার্থক্য দূর করতে পারে ক্রিকেট বলে আমি মনে করি।’

এআরওয়াই নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ভারতের খেলোয়াড়দের আমন্ত্রণ জানাতে পাকিস্তান প্রস্তুত উল্লেখ করে আফ্রিদী বলেন, পাকিস্তানে এশিয়া কাপ-২০২০ খেলতে আসতে চাইলে পাকিস্তান তাদের আমন্ত্রণ জানাতে প্রস্তুত।

এশিয়া কাপের আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি এশীয় ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিদ্ধান্তের বিষয়। কাজেই কী ঘটছে, তা দেখার সুযোগ দিন। যে-ই সেই টুর্নামেন্টের আয়োজক হোক না কেন, ক্রিকেট চলতে থাকবেই।

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহুল হককে নিয়েও কথা বলেন আফ্রিদি। তিনি বলেন, তার কাঁধে বড় দায়িত্ব রয়েছে। সেটি তিনি ভালো করেই জানেন বলে আমি মনে করি। তিনি পাকিস্তান দলের ভালোর জন্যই কাজ করবেন।

Bootstrap Image Preview