Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'মহাবাক্য মন্ত্র' জপ করলেই দূর হবে করোনাভাইরাস!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ০৫:৫৯ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ০৫:৫৯ PM

bdmorning Image Preview


চীনে করোনাভাইরাসের হানায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাতশ। আতঙ্ক বিরাজ করছে সারা বিশ্বে। কিভাবে ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায় সেই নিয়ে বিস্তর গুজব রটছে চারদিকে। তার মধ্যেই করোনাভাইরাস ঠেকানোর পদ্ধতি জানিয়ে ভিডিও পোস্ট করেছেন ভারতের স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ।

নিজেকে ফের অবতার বলে দাবি করে নিত্যানন্দ জানিয়েছেন, তার নামের 'মহাবাক্য মন্ত্র' জপ করলে নাকি ভাইরাসের সংক্রমণ একেবারে নির্মূল হয়ে যাবে। রোগ সেরে যাবে সংক্রামিতের। এক মিনিট ছয় সেকেন্ডের ওই টুইটার ভিডিও এরই মধ্যে ভাইরাল। ভিডিওতে নিত্যানন্দ শুনিয়েছেন কিভাবে মন্ত্র জপ করতে হবে। তিনি বলেন, ‘ওম নিত্যানন্দ পরম শিবম', টানা ৪৮ ঘণ্টা এই মন্ত্র জপ করলেই নাকি শরীরে এমন শক্তি আসবে যা করোনাভাইরাসকে বাইরে বের করে দেবে। 

স্বঘোষিত ধর্মগুরু অবশ্য এখানেই থেমে থাকেননি। তিনি আরো বলেন, ‘ভগবান শিবের নামে এই মন্ত্র ম্যাজিকের মতো কাজ করবে। আমি চ্যালেঞ্জ করতে পারি সবকিছু ঊর্ধ্বে কাজ করবে এই মন্ত্র। যে কেউ পরীক্ষা করে দেখতে পারেন।’

ধর্ষণ, অপহরণ, যৌন কেলেঙ্কারির মতো একাধিক অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ নিখোঁজ। তাঁকে খুঁজে পেতে ইতিমধ্যে ব্লু নোটিসও জারি করেছে ইন্টারপোল। এত সব কিছুর মাঝেও দিব্যি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে যাচ্ছেন তিনি।

Bootstrap Image Preview