Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আল-আমিনের চেয়ে এগিয়ে আছে রুবেল: গিবসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ১০:১৪ AM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ১০:১৪ AM

bdmorning Image Preview


বোলিংয়ে অতিরিক্ত গতি থাকার কারণে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিণ্ডি টেস্টে রুবেল হোসেনকে নেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের নবনিযুক্ত বোলিং কোচ ওটিস গিবসন টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন। 

বল হাতে নিয়মিত ১৪০ ঊর্ধ্ব গতিতে বল করতে সক্ষম ৩০ বছর বয়সী ডানহাতি পেসার রুবেল। তাই রাওয়ালপিণ্ডি টেস্টের পেস সহায়ক উইকেটে আল-আমিন হোসেনের পরিবর্তে রুবেলকেই রাখা হয়েছিল পছন্দের তালিকার শীর্ষে।

রাওয়ালপিণ্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে গিবসন বলেন, 'আমরা জানি রুবেলের বোলিং পরিসংখ্যান। যদি কোচ পেস আশা করে তাহলে রুবেল হচ্ছে উত্তম বোলার যে সবচাইতে দ্রুতগতির (বাংলাদেশের)। তার ওপর আল-আমিনের চেয়ে এগিয়ে আছে রুবেল। তার মানে এই না যে আল-আমিন ভালো বোলার নয়। তবে আমরা রুবেলে আস্থা রেখেছি কারণ তার অতিরিক্ত গতি রয়েছে।'

বল হাতে এখন পর্যন্ত খুব একটা খারাপ করেননি রুবেল। ১৭ ওভার বোলিং করে উইকেট শূন্য থাকলেও ৩টি মেইডেনসহ ৭৭ রান খরচ করেন তিনি। যেখানে তাঁর বোলিং ইকোনমি ৪.৫২। রুবেলের পারফরম্যান্স নিয়ে তাই হতাশ হচ্ছেন না গিবসন।

তিনি বলেন,   প্রথমে সে যেভাবে বোলিং করেছে সেটা আমরা চাইনি, কিন্তু পরের দুটি স্পেলে এবং বিকেলের সেশনে সে দারুণ বল করেছে। আমি মনে করে সে আসলেই ভালো বল করেছে। সে কত রান দিয়েছেন দেখুন এবং এই ফ্ল্যাট পিচে সে দ্বিতীয় এবং তৃতীয় স্পেলে দারুণ করেছে।' 

বাংলাদেশের বিপক্ষে এরই মধ্যে চালকের আসনে অবস্থান করছে পাকিস্তান। মুমিনুল হকদের চেয়ে ১০৯ রানে এগিয়ে থেকে রবিবার তৃতীয় দিনের খেলা শুরু করবে আজহার আলীর দল। 

Bootstrap Image Preview