Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ-ভারত সম্ভাব্য একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ১০:২১ AM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ১০:২১ AM

bdmorning Image Preview


সেই কাঙ্খিত  ফাইনাল হবে আজ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে মুখোমুখি হবে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ-ভারত। কে জিতবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা, এ নিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে চুলচেড়া বিশ্লেষণ।

দুই দলই সেমিফাইনালে জিতে শিরোপার দুয়ারে এসেছে। আগের ম্যাচে জয় পাওয়ায় কোনো দলই উইনিং কম্বিনেশক ভাঙার কথা চিন্তা করছে না। তাছাড়া কোনো দলে ইনজুরি সমস্যাও নেই। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে দেখা যেতে পারে বাংলাদেশ-ভারতকে।

ফাইনালে টস ভাগ্যও ম্যাচ জয়ে প্রভাব ফেলতে পারে। তার কারণ যুব বিশ্বকাপের সবশেষ পাঁচ ফাইনালের মধ্যে চারবারই জিতেছে পরে ব্যাট করা দল। তার মানে টসও একটা বড় ফ্যাক্টর। তবে টস ভাগ্য যাই হোক ম্যাচ ভাগ্য বাংলাদেশের ফেবারে থাকুক সেই কামনাই করছেন টাইগারপ্রেমীরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক), শামিম হোসেন, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মুরাদ।

ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বি জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়াম গার্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

Bootstrap Image Preview