Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিডনি সিক্সার্সের ঘরে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন ট্রফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ১০:৪৯ AM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ১০:৪৯ AM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের শিরোপা জিতেছে সিডনি সিক্সার্স। এদিন বৃষ্টি আঈনে ঘরের মাঠে মেলবোর্ন স্টার্সকে ১৯ রানে হারায় ময়সেস হেনরিকসের দল। এটি বিগ ব্যাশে সিক্সার্সের দ্বিতীয় শিরোপা।

বিগ ব্যাশের প্রথম আসরে আরও একবার শিরোপা জিতেছিল দলটি। সিক্সার্সরা আনন্দে ভাসলেও এই নিয়ে তৃতীয়বার ফাইনালে শিরোপা হাতছাড়া হলো মেলবোর্নে। গেল আসরেও ফাইনাল খেলেছিল গ্লেন ম্যাক্সওয়েলের দল।

বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা ছিল ফাইনালটির। যদিও শেষ পর্যন্ত আবহাওয়া পক্ষে কথা বলেছে দুই দলের জন্য। তবে বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হলে চ্যাম্পিয়ন হতো সিডনি সিক্সার্স। চলতি আসরের নিয়ম অনুযায়ী ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় স্বাগতিক দলকে। এছাড়া সুপার ওভারের নিয়ম না থাকায় টাই হলেও চ্যাম্পিয়ন হতো সিডনি।

নবম আসরের ফাইনালে টস জিতে সিডনিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মেলবোর্ন অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। বৃষ্টির কারণ ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১২ ওভারে। টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে জেমস ভিন্সকে হারালেও জশুয়া ফিলিপ এবং স্টিভ স্মিথের ব্যাটে এগোতে থাকে সিক্সার্সরা।

স্মিথ ১২ বলে ২১ করে ফিরলেও দ্রুত রান তুলতে থাকেন জশুয়া। ময়সেস হেনরিকস ৭ এবং ড্যানিয়েল হিউজ প্রথম বলে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। ইনিংসের শেষ বলে ২৯ বলে ৫২ রানে ফেরেন তিনি।

১৫ বলে ২৭ রান নিয়ে অপরজিত থাকেন জর্ডান সিল্ক। মেলবোর্নের হয়ে গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পা নেন ২টি করে উইকেট। জবাবে ব্যাটিং করতে নেমে দলীয় ২৫ রানের মধ্যে ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পরে স্টার্সরা। 

দলের চার গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্কাস স্টয়নিস ১০, নিক ম্যাডিনসন ০, গ্লেন ম্যাক্সওয়েল ৫ এবং পিটার হ্যান্ডসকম্ব করেন ৬ রান। এই চারজন পুরো আসরে দলের হয়ে পারফর্ম করলেও ফাইনালে দাঁড়াতে পারেননি।

একপ্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে গেছেন নিক লার্কিন। ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। ব্যাটসম্যানদের আসা যাওয়ার ব্যর্থতায় ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৭ রান তুলতে পারে মেলবোর্ন। নাথান কোল্টার নাইলের ব্যাট থেকে আসে ১৯ রান। সিডনির হয়ে নাথান লায়ন এবং ও'কিফ নেন ২টি করে উইকেট। 

সংক্ষিপ্ত স্কোরঃ

সিডনি সিক্সার্সঃ ১১৬/৫ (১২ ওভার) (ফিলিপ ৫২*) (ম্যাক্সওয়েল ২/১৭)

মেলবোর্ন স্টার্সঃ ৯৭/৬ (১২ ওভার) (লার্কিন ৩৮) (লায়ন ২/১৯) 

Bootstrap Image Preview