Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মহামারী সার্সকেও হার মানালো করোনাভাইরাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ১১:২২ AM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ১১:২২ AM

bdmorning Image Preview


মৃতের সংখ্যায় ২০০২-০৩ সালে বিশ্বে আতঙ্ক সৃষ্টি করা সার্স ভাইরাসকেও ছাপিয়ে গেল করোনাভাইরাস। সেসময় সার্সে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৭৭৪ জন। আক্রান্ত হয়েছিল অন্তত ৮ হাজার। এদিকে শনিবার পর্যন্ত চীনের নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত বেড়ে ৩৭ হাজার ছাড়িয়েছে।

রবিবার চীনের স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে এই ভাইরাসে শনিবার ৮৯ জনের মৃত্যু হয়। এদের ৮১ জনই হুবেই প্রদেশের।

এছাড়া চীনের বাইরে এই ভাইরাসে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

Bootstrap Image Preview