Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শচিনের বিপক্ষে বোলিং করলেন অস্ট্রেলিয়ার প্রমীলা অলরাউন্ডার এলিস পেরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ১২:১৫ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ১২:১৫ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বুশফায়ার ক্রিকেট ব্যাশের ইনিংস বিরতি চলাকালে এক ওভার ব্যাটিং করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। তাঁর বিপক্ষে বোলিং করেছেন অস্ট্রেলিয়ার প্রমীলা অলরাউন্ডার এলিস পেরি।

পেরি'র প্রথম বলেই চার হাঁকান শচিন। এরপরের বলে নেন দুই রান। তারপর পেরির করা আরও দুই বলে কোনও রান নেননি শচিন। পেরি অবশ্য পুরো ওভার শেষ করেননি।

শেষ দুটি বল করার জন্য অ্যানাবেল সাদারল্যান্ডের হাতে বল তুলে দেন তিনি। অস্ট্রেলিয়ার ১৮ বছর বয়সী এই পেসারের করা শেষ দুই বলেও আর কোনও রান করেননি টেন্ডুলকার।

এই ম্যাচে শচিন পন্টিং একাদশের কোচ হিসেবে নিযুক্ত আছেন। এ ছাড়া গিলক্রিস্টের দলের কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন।

কোচ শচিন ব্যাটিংয়ে নামবেন বা গত এক দশকের সেরা প্রমীলা অলরাউন্ডার পেরি তাঁকে বোলিং করবেন- এমনটা অবশ্য আগেই ঠিক করে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এনিয়ে টুইটারেও উচ্ছ্বাস প্রকাশ করেন শচিন ও পেরি।

এর আগে টস হেরে আগে ব্যাটিং করা পন্টিং একাদশ নির্ধারিত দশ ওভারে করেছে পাঁচ উইকেটে ১০৪ রান। জবাবে ব্যাটিং করছে গিলক্রিস্ট একাদশ।

Bootstrap Image Preview