বাবর আজম ও আসাদ শফিকের জুটিতে দ্বিতীয় দিনের শেষ বিকেলে লিডটা ১০০'র গণ্ডি পার করেছিল পাকিস্তান। তৃতীয় দিনে এ দুজনের ব্যাটে ভর করেই বড় লিডের আশা ছিলো দলটির। বিশেষ করে সেঞ্চুরি করে ফেলা বাবর আজমের ওপরই ছিলো বেশি প্রত্যাশা।
কিন্তু আজ (রোববার) ম্যাচের তৃতীয় দিন সকালে বাবরকে এক বলের বেশি খেলতেই দিলেন না বাংলাদেশের পেসার আবু জায়েদ রাহী। দিনের দ্বিতীয় বলেই তাকে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন রাহী। আগেরদিন করা ১৪৩ রানের সঙ্গে আর এক রানও যোগ করতে পারেননি বাবর।
শনিবার শেষ বিকেলে এবাদ্ত হোসেনের ওভার অসম্পূর্ণ রেখেই দিনের সমাপ্তি ঘোষণা করেছিলেন আম্পায়াররা। আজ সকালে তাই সে ওভারের এক বল করেন এবাদত। দিনের দ্বিতীয় ওভারেই বল হাতে তুলে নেন রাহী।
আর সে ওভারের প্রথম বলেই বাবরকে পরিণত করেন মোহাম্মদ মিঠুনের ক্যাচে। রাহীর করা বেরিয়ে যাওয়া ডেলিভারিতে মারবো না ছাড়বো করতে করতে ব্যাটের বাইরের কানায় লাগিয়ে ফেলেন বাবর। যা সরাসরি চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো মিঠুনের হাতে।
মাত্র ৩ রানে জীবন পেয়ে সেঞ্চুরি করা বাবর শেষতক আউট হলেন আরও ১৪০ রান যোগ করে। প্রায় সাড়ে চার ঘণ্টার বেশি সময় ব্যাট করে ১৯ চার ও ১ ছয়ের মারে ১৯৩ বলে ১৪৩ রান করেছেন তিনি।
বাবর আউট হয়ে যাওয়ায় আরও বেশি সতর্ক হয়েছেন আরেক অপরাজিত ব্যাটসম্যান আসাদ শফিক। দিনের প্রথম সেশনের মুভমেন্ট কাঁটিয়ে দেয়ার জন্য খেলছেন দেখেশুনে। বাংলাদেশের বোলাররাও করছেন লাইনলেন্থ বজায় রেখে নিয়ন্ত্রিত বোলিং।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৩৪৩ রান। আজকের দিনে ৩.১ ওভারে মাত্র ১ রান করতে পেরেছে তারা। তাদের লিড এখন ১১০ রানের। আসাদ ৬০ ও হারিস সোহেল ১ রানে ব্যাট করছেন।