Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার আঘাত হানলো রুবেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ১২:৫৭ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ১২:৫৭ PM

bdmorning Image Preview


তৃতীয় দিনে দারুণ বোলিং করছেন বাংলাদেশ বোলাররা। ফলে আরেকটি সাফল্য পেলেন টাইগাররা। এবার উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে (১০) ফিরিয়ে দিলেন রুবেল হোসেন। ফাইন লেগে মাহমুদউল্লাহ রিয়াদের তালুবন্দি করে তাকে ফেরালেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেটে ৩৮২ রান করেছে পাকিস্তান। ২৯ রান নিয়ে ক্রিজে রয়েছেন হারিস সোহেল। তাকে সঙ্গ দিচ্ছেন ইয়াসির শাহ।

দ্বিতীয় দিনের ৩ উইকেটে ৩৪২ রান নিয়ে খেলতে নামে পাকিস্তান। তৃতীয় দিনের খেলা শুরু করেন বাবর আজম (১৪৩) এবং আসাদ শফিক (৬০)। তবে নেমে সুবিধা করতে পারেননি শিকড় গেঁড়ে ক্রিজে বসে থাকা বাবর। সকালেই সাজঘরে ফেরত আসেন এ সেঞ্চুরিয়ান। শিকারী সেই আবু জায়েদ রাহী।

ব্যক্তিগত স্কোরে কোনো রানই যোগ করতে পারেননি পাক ইনফর্ম ব্যাটার। ফেরার আগে ১৯ চার ও ১ ছক্কায় ১৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেন বাবর। তাতে ভাঙে ১৩৭ রানের জুটি। তার আগে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে লিডের পথে রাখেন শান মাসুদ (১০০)।

সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি আসাদ। তাকে দ্রুত ফিরিয়ে দেন এবাদত হোসেন। ফেরার আগে ৯ চারে ৬৫ রান করেন এ টেস্ট স্পেশালিস্ট।

এর আগে রাওয়ালপিন্ডি টেস্টে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রান করে বাংলাদেশ। প্রথম দিনেই অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন মোহাম্মদ মিথুন। নাজমুল হোসেন শান্ত করেন ৪৪ রান। আর অধিনায়ক মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৩০ রান।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। আর ২টি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল।

Bootstrap Image Preview