Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লারা-পন্টিংদের এক ম্যাচে ম্যাচে ৪৪ কোটি টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ০১:০৬ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ০১:০৬ PM

bdmorning Image Preview


হেইডেন, ব্রেট লি- এই একেকটা নামই যেনো ক্রিকেটের একেকটি ইতিহাস। এদের নাম শুনলেই যে কারো মনে পড়তে বাধ্য তাদের সাফল্যমণ্ডিত ও সমৃদ্ধ ক্যারিয়ারের কথা। তবে তারা সবাই-ই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন প্রায় এক-দেড় দশক আগে।

তবু আরও একবার ক্রিকেট মাঠে দেখা গেলো তাদের। তাও একই ম্যাচে। মানবতার স্বার্থে, মহৎ উদ্দেশ্য নিয়ে আবারও জার্সি গায়ে চাপিয়েছেন রিকি পন্টিং, ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালশ, অ্যাডাম গিলক্রিস্টরা।

অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তু মানুষের পুনর্বাসনের জন্য সাহায্য সংগ্রহ করার জন্য বিগ আপিল স্লোগানে ‘বুশফায়ার ব্যাশ’ ম্যাচ খেলতে নেমেছেন বিশ্ব ক্রিকেটের সাবেক তারকা খেলোয়াড়রা। রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে দুই দলে ভাগ হয়ে খেলেছেন লারা, লি, ওয়াসিমরা।

সাবেক তারকাদের উপস্থিতিতে এই ১০ ওভারের ম্যাচ থেকে সাহায্য তহবিলে জমা পড়েছে ৭৭ লাখ ৬০ হাজার ১১১ অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ কোটি (৪৩ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ৩৬১) টাকার সমান। এই ম্যাচ থেকে অর্জিত সকল অর্থ ও সাহায্য তুলে দেয়া হবে রেড ক্রিসেন্টের হাতে। যা খরচ করা হবে দাবানলে ক্ষতিগ্রস্তু মানুষের পুনর্বাসনের কাজে।

মানবতার ম্যাচ হলেও, মাঠের খেলা ঠিকই জমিয়ে তুলেছিলেন লারা-ওয়াসিমরা। দশ ওভারের ম্যাচে রিকি পন্টিংয়ের দল জিতেছে মাত্র ১ রানের ব্যবধানে। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১০৪ রান করেছে পন্টিং একাদশ। জবাবে গিলক্রিস্টের দল থেমেছে ৬ উইকেটে ১০৩ রান করে।

১০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ ওভারেই ৪৯ রান করে ফেলেছিল গিলক্রিস্ট একাদশ। মাত্র ৯ বলে ৩০ রান করে
স্বেচ্ছা অবসরে মাঠ ছাড়েন ওয়াটসন। এরপরই ছন্দপতন গিলক্রিস্টদের। নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের দখল নেয় পন্টিং একাদশ।

প্রথম ৩ ওভারে ৪৯ করার পর চতুর্থ থেকে ষষ্ঠ ওভারে মাত্র ১০ রান করতে পারে গিলক্রিস্টের দল। এরপর আবার ঝড় তোলেন অ্যান্ড্রু সাইমন্ডস। তাকে মাঠ ছাড়তে হয় ১৩ বলে ২৯ রান করার পর।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিলো ১৭ রান। ড্যান ক্রিশ্চিয়ান সে ওভারে করেন তিনটি নো বল। তার মধ্যে শেষের নো বলটি আবার ছিলো কনুই ভেঙে বোলিং করার অপরাধে। ফ্রি হিট পাওয়া বলে দৌড়ে ৪ নেয়ার চেষ্টা করেছিলেন ক্যামেরন স্মিথ, নিক রিয়টরা। তবে আরা নিতে পেরেছেন ৩ রান। পন্টিংরা জয় পান ১ রানে।

এর আগে পন্টিং একাদশের হয়ে অসাধারণ ব্যাটিং করেছেন ব্রায়ান লারা। বোলিংয়ে ভালো করেছেন কোর্টনি ওয়ালশ, যুবরাজ সিংরা। তবে ব্যাটিং-বোলিং নৈপুণ্যের চেয়ে বেশি আলো কেড়েছে সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান পেসার কোর্টনি ওয়ালশের একটি ডেলিভারি। যেটিকে ক্রিকেট অস্ট্রেলিয়া নাম দিয়েছে ‘চাঁদের বল’ হিসেবে।

কেননা ওয়ালশের সেই ডেলিভারিটি যেন পিচ ছেড়ে চলে যেতে চাইছিলো সরাসরি চাঁদে! পন্টিং একাদশের ইনিংসে দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নেন ওয়ালশ। নিজের ওভারের তৃতীয় বলেই তিনি সরাসরি বোল্ড করে দেন জাস্টিন ল্যাঙ্গারকে। ফলে উইকেটে আসেন অধিনায়ক পন্টিং। মুখোমুখি প্রথম বলটিতে যা হলো, তার জন্য একদমই প্রস্তুত ছিলেন না পন্টিং।

ধীর রানআপে এসে বল ছাড়ার মুহূর্তে গড়বড় করে ফেলেন ক্যারিবীয় কিংবদন্তি। বল তার হাত থেকে ছুটে উইকেটের অনেক দূর দিয়ে ভাসতে থাকে হাওয়ায়। সেটিকে আবার ব্যাট দিয়ে খেলার জন্য উইকেট ছেড়ে পয়েন্ট অঞ্চলের দিকে দৌড় দেন পন্টিংও। সবমিলিয়ে সে সময় হাস্যকর এক পরিস্থিতি দেখা দেয় জাংশন ওভালে।

যেহেতু প্রীতি ম্যাচ এবং এর পেছনে উদ্দেশ্য মহৎ, তাই এ ম্যাচের সব ঘটনাকেই নির্মল বিনোদনের অংশ হিসেবে নিচ্ছেন সবাই। এছাড়া ঐ এক ডেলিভারি বাদ দিলে দারুণ বোলিংই করেছেন ওয়ালশ। দুই ওভারে ২০ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। তার দ্বিতীয় ওভারের শেষ বলে এক হাতেই ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকান পন্টিং।

তবে পন্টিং একাদশের ব্যাটিংয়ের নায়ক ওয়েস্ট ইন্ডিজের আরেক কিংবদন্তি ব্রায়ান লারা। ষষ্ঠ ওভারের শেষ বলে পন্টিং আউট হয়ে গেলে উইকেটে আসেন লারা। পরে মাত্র ১১ বল খেলে ৩ চার ও ২ ছয়ের মারে করেন ৩০ রান।

এছাড়া ম্যাথু হেইডেন ১৪ বলে ১৬, রিকি পন্টিং ১৪ বলে ২৬ ও লুক হজ ৪ বলে ১১ রান করলে ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১০৪ রান। বল হাতে ১টি করে উইকেট নেন কোর্টনি ওয়ালশ, যুবরাজ সিং ও অ্যান্ড্রু সাইমন্ডস।

পন্টিং একাদশ: ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং, ফোব লিচফিল্ড, ব্রায়ান লারা, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, ব্র্যাড হ্যাডিন, লুক হজ, ব্রেট লি, ড্যান ক্রিশ্চিয়ান ও ওয়াসিম আকরাম।

গিলক্রিস্ট একাদশ: অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়াটসন, ব্র্যাড হজ, যুবরাজ সিং, এলিস ভিলানি, অ্যান্ড্রু সাইমন্ডস, ক্যামেরন স্মিথ, নিক রিয়ট, পিটার সিডল, ফাওয়াদ আহমেদ ও কোর্টনি ওয়ালশ।

Bootstrap Image Preview