Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতকে চাপে ফেলেছে বাংলাদেশী যুবারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ০৩:০৫ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ০৩:০৫ PM

bdmorning Image Preview


পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশের অধিনায়ক আকবর আলী।

ম্যাচের শুরু থেকেই ক্রমাগত ভালো বোলিং করে বাংলাদেশ। রান তুলতে ব্যর্থ হয় ভারতের ওপেনাররা। চাপে পড়া ভারতের উইকেট আদায় করে বাংলাদেশ।

ওপেনার দিবিনাশ সাক্সেনার উইকেট আদায় করে নেন অভিষেক দাস। ১৭ বলে দুই রান করে মাহমুদুল হাসান জয়কে ক্যাচ দিয়ে ফেরেন সাক্সেনা।

সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ ১৫/১ (৮ ওভার)
(জেসওয়াল ৯*, তিলক ০*) 

বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ একাদশঃ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, অভিষেক দাস, আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

ভারত অনূর্ধ্ব -১৯ একাদশঃ ইয়াশ জেসওয়াল, দিবিনাশ সাক্সেনা, তিলক বার্মা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), প্রিয়ম গার্গ (অধিনায়ক), সিদেশ বীর, অথর্ব আনকলিকার, রবি বিস্ময়, সুশান্ত মিশ্রা, কার্তিক ত্যাগি ও আকাশ সিং।

Bootstrap Image Preview