অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের জয় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে অপেক্ষায় শিক্ষার্থীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের ব্যাটিং সেশন শুরু হওয়ার পর থেকে ক্রীড়া প্রেমী এসব শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে।
দক্ষিণ আফ্রিকায় চলমান এ ম্যাচে ভারতের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। আর এ ম্যাচটি টিএসসিতে বড় পর্দায় দেখার ব্যাবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু।
দুই ওপেনারের সাবধানী শুরুতেও বাউন্ডারির সাথে সাথে বাংলাদেশ ধ্বনিতে পুরো টিএসসি এলাকা কাঁপিয়ে তুলছেন আগত দর্শনার্থীরা। এখানে ম্যাচ দেখতে আসা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শামীম হাসান বলেন, প্রতিটি ফাইনাল ম্যাচই ভিন্নধর্মী অাবেদন রাখে। হলের টিভিকক্ষে খেলা দেখার চেয়ে টিএসসিতে বন্ধুদের সাথে বড় পর্দায় খেলা উপভোগ করতে পারলে অানন্দটা দ্বিগুণ বৃদ্ধি পায়। প্রতিবার বড় আসরে বাংলাদেশ তীরে তরী ডুবিয়ে ফেলে। এবার চাইব যেন এরকমটি না হয়।