বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য এলো ছোটদের হাত ধরে। প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখাল বাংলাদেশ।
রোববার পচেফস্ট্রমে শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়েছে জুনিয়র টাইগাররা। প্রথমবারের মতো ফাইনালে ওঠে, প্রথমবারই হাতে নিয়েছে স্বপ্নের শিরোপা।
এমন সাফল্যের পর উচ্ছ্বাসটা বাঁধভাঙা হবে, সেটাই তো স্বাভাবিক। শিরোপা জয়ের পর ট্রফি হাতে নিয়ে নাচে-গানে উদযাপন করেছে জুনিয়র টাইগাররা। টেলিভিশনের কল্যাণে সেই উদযাপন দেখেছেন অনেকেই।
তবে সেখানেই থেমে থাকেনি। ড্রেসিংরুমে ফেরার পরও নেচে গেয়ে আনন্দ করেছেন আকবর আলী, পারভেজ ইমন, শরিফুল ইসলামরা। তাদের সেই উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তাদের ক্রিকেট বিশ্বকাপ পেজে আপলোড করেছে আইসিসি।
তার আগে বাংলাদেশ দলের উদযাপনের আরও একটি ভিডিও আপলোড করে আইসিসি। যেখানে ট্রফি হাতে আনন্দে মাততে দেখা গেছে জুনিয়র টাইগারদের।