ম্যাচের একদম প্রথম ওভার থেকেই দেখা গেছে উত্তেজিত দুই দল। অসাধারণ এক ডেলিভারিতে ফর্মে থাকা যশস্বি জাসওয়ালকে পরাস্ত করে হুঙ্কার ছেড়েছিলেন শরীফুল ইসলাম। পরের ওভারে রীতিমতো বাগযুদ্ধেই মত্ত হয়েছিলেন দিব্বংশ সাক্সেনা ও তানজিম হাসান সাকিব। আম্পায়ারের মধ্যস্থতায় থামে সেই ঘটনা।
দুই দলের খেলোয়াড়দের এই উত্তাপ বিরাজ ছিল পুরো ম্যাচজুড়ে। একটি ভালো ডেলিভারিতে বোলাররা যেমন চোখরাঙানি দিয়েছেন ব্যাটসম্যানদের, তেমনি দারুণ শট খেলে ব্যাটসম্যানরাও জবাব দিয়েছেন যথাযথভাবে। মাঠের খেলায় বোলার-ব্যাটসম্যানের এ লড়াইটা ছিল বেশ উপভোগ্য, পুরোপুরি ক্রিকেটীয়।
কিন্তু সবকিছুর মাত্রা ছাড়িয়ে যায় ম্যাচ শেষে শিরোপা উদযাপনের সময়। বাংলাদেশ দল যখন পতাকা হাতে উদ্দাম উদযাপনে ব্যস্ত, তখন হুট করেই দেখা গেলো একটা জটলার মধ্যে প্রায় হাতাহাতির অবস্থা দুই দেশের খেলোয়াড়দের মধ্যে। কোচিং স্টাফদের মধ্যস্থতায় থামে সে দফার ঝগড়া।
এর খানিকপরেই দেখা যায়,বাংলাদেশের পতাকা টানছেন ভারতের জার্সি পরা এক খেলোয়ার। মূলত উদযাপনরত খেলোয়াড়দের কাছ থেকে পতাকা ছিনিয়ে নেয়াই ছিল উদ্দেশ্য। সে ঘটনা টিভি স্ক্রিনে ধরা পড়তেই সরিয়ে নেয়া হয় ক্যামেরা। তবে তখন যে ঘটেছিল আপত্তিকর কিছু- সে বিষয়ে আর সন্দেহ থাকে না কারোরই।
যা মেনে নিয়েছেন বাংলাদেশ ও ভারতের অধিনায়কেরাও। তবে টাইগার যুবাদের দলপতি আকবর আলি যেখানে ম্যাচশেষের পুরো ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে সরি বলে যান, সেখানে নিজেদের পুরোপুরি নির্দোষ দাবি করে বাংলাদেশের ওপর দায় চাপিয়ে দেন ভারতের অধিনায়ক প্রিয়াম গার্গ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আকবর বলেন, ‘‘(তখন) যা হয়েছে, তা হওয়া উচিৎ ছিল না। আমি জানি না ঠিক কী হয়েছে। আমি জিজ্ঞেসও করিনি সেখান কী হচ্ছে। তবে এটা তো জানা কথাই, ফাইনালে আবেগ-টাবেগ একটু বেশি থাকে। ছেলেরাও একটু বেশি উত্তেজিত থাকে, আবেগ ধরে রাখতে পারে না।’
এসময় দলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করে তিনি আরও বলেন, ‘তবে তরুণ খেলোয়াড় হিসেবে এমনটা হওয়া উচিৎ নয়। যেকোনো অবস্থায়, যেকোনো আচরণে আমাদের উচিৎ প্রতিপক্ষকে সম্মান দেখানো। খেলাটার প্রতিও শ্রদ্ধা থাকা দরকার। ক্রিকেট ভদ্রলোকের খেলা হিসেবেই পরিচিত। তাই আমার দলের পক্ষ থেকেই সরি বলছি আমি।’
কিন্তু ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রিয়ম গার্গ পুরো ঘটনার জন্য বাংলাদেশের খেলোয়াড়দেরই দোষারোপ করে যান। তিনি বলেন, ‘আমরা স্বাভাবিকই ছিলাম। আপনি কোনো দিন জিতবেন, কোনো দিন হারবেন- এটাই তো খেলার স্বাভাবিক নিয়ম। তবে ওদের (বাংলাদেশ) প্রতিক্রিয়া অশোভন ছিল। এমনটা হওয়া উচিৎ ছিল না। যাই হোক এটি বড় কিছু না।’