Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১২ ফেব্রুয়ারি দেশে ফিরছে যুব বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২০, ১২:২৫ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২০, ১২:২৫ PM

bdmorning Image Preview


১২ ফেব্রুয়ারি (বুধবার) দেশে ফিরছে যুব বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮.২০ মিনিটের একটি ফ্লাইটে অবতরণ করবে আকবর আলীর দল।

দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত বিশ্বকাপে শিরোপা জিতেছে তৌহিদ হৃদয়- পারভেজ হোসেন ইমনরা। বিশ্বকাপ জয়ের একদিন পরই দেশের উদ্দেশে রওনা করবে তাঁরা।

রবিবারের ফাইনালে বোলারদের অসাধারণ বোলিং পারফরম্যান্সে ভারতকে ১৭৭ রানে অলআউট করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন অভিষেক দাস। দুটি করে উইকেট শিকার করেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

জবাবে ওপেন করতে নেমে ৭৯ বলে ৪৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন ইমন। শুরুর দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেও পরে দলের প্রয়োজনে আবারো মাঠে নামেন তিনি।

ইমন অবশ্য দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। গুরুদায়িত্ব পালন করেছেন অধিনায়ক আকবর আলী। ৭৭ বলে ৪৩* রান করে দলকে শিরোপা জেতান তিনি।

Bootstrap Image Preview