Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইনজুরি আক্রান্ত হয়েও দলের জন্য ব্যাটিং করেছে ইমন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২০, ১২:৪৬ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২০, ১২:৪৬ PM

bdmorning Image Preview


যুব বিশ্বকাপ জয়ে বাংলাদেশের হয়ে বড় অবদান রেখেছেন দলটির ওপেনার পারভেজ হোসেন ইমন। খেলার এক পর্যায়ে ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপরে দ্রুত উইকেট পড়তে থাকলে আবারও মাঠে ফেরেন তিনি। ম্যাচ শেষে জানা গেল, ৩০ শতাংশেরও কম ফিট ছিলেন ইমন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। ইমনের অসাধারণ ইনিংসটিকে গর্বের সঙ্গে মূল্যায়ন করেন আকবর। 

ম্যাচ শেষে আকবর বলেন, 'প্রথমেই আমি বলব যে, সে তাঁর মনোবল দেখিয়ে দিয়েছে। সে ৩০ শতাংশ ফিটও ছিল না। কিন্তু সে দলের জন্য ব্যাটিং করেছে। যখন সে আঘাত পেয়ে মাঠ ছাড়ে, তখন সেটা আমাদের জন্য হতাশার ছিল।

তখন উইকেটে দুজনই নতুন ব্যাটসম্যান ছিল। ভারতের বোলাররা ছন্দে ছিল। ছয় উইকেট যাওয়ার পর ইমন আবারও উইকেটে আসে। সে যেভাবে ব্যাটিং করেছে সেটা গর্ব করার মতো।'

লক্ষ্য তাড়া করতে নেমে ৭৯ বলে ৪৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন ইমন। শুরুর দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেও পরে দলের প্রয়োজনে আবারও মাঠে নামেন তিনি।

ইমন অবশ্য দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। গুরুদায়িত্ব পালন করেছেন অধিনায়ক আকবর আলী। ৭৭ বলে ৪৩* রান করে দলকে শিরোপা জেতান তিনি।

Bootstrap Image Preview