অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে বৃষ্টি আইনে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক ইভেন্টের শিরোপা জিতল তারা। সঙ্গে বিশ্ব ক্রিকেটের মনও জিতে নিয়েছেন আকবররা। এ জয়ের পর অভিনন্দনের জোয়ারে ভাসছেন তারা।
সেই তালিকায় রয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররাও। বাংলাদেশের কাছে উত্তরসূরিরা হারলেও অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি হরভজন সিং, ইরফান পাঠানরা। সোশ্যাল মিডিয়া টুইটারে টাইগার যুবাদের অভিনন্দন জানিয়েছেন তারা।
টার্বুনেটরখ্যাত ভারতের সাবেক অফস্পিনার হরভজন লিখেছেন– এটি দারুণ ফাইনাল ছিল। শিরোপা জেতার জন্য বাংলাদেশকে অভিনন্দন। ভারতীয় যুবাদের মন খারাপ করার দরকার নেই। চ্যাম্পিয়নের মতোই খেলেছে তারা।
ভারতের সাবেক সুইং মাস্টার ইরফান লিখেছেন– অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। এ জয়টি দেশটির ক্রিকেটে বড় ভূমিকা পালন করবে। ভারতও ভালো খেলেছে।