Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেলরের ইনিংসের প্রশংসা করলেন শোয়েব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২০, ০১:৪৬ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২০, ০১:৪৬ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের কাছে ভারত ওয়ানডে সিরিজ হারতেই মোক্ষম খোঁচা দিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। হ্যামিল্টনে প্রথম ওয়ানডেতে পাহাড়প্রমাণ রানের বোঝা কিউইদের ওপরে চাপিয়েও ম্যাচ জিততে পারেনি ভারত। শনিবার অকল্যান্ডের দ্বিতীয় ওয়ানডেতে আবার ভারতের ব্যাটিং রীতিমতো বিবর্ণ দেখিয়েছে। ২৭৩ রান তাড়া করতে নেমে ভারতের ব্যাটসম্যানরা বড় জুটি গড়তে পারেননি।

ওপেনাররা শুরুতেই ধরেন সাজঘরের পথ। অধিনায়ক বিরাট কোহলিও ব্যর্থ। মিডলঅর্ডার চাপ নিতে পারেনি। শেষ দিকে জাদেজা ও সাইনি মরিয়া হয়ে লড়লেও ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে পারেনি ভারত। কোহলিদেও খেলা দেখে বেজায় চটেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘ভারতের এই শিক্ষার দরকার ছিল। হতশ্রী ক্রিকেট খেলে ওয়ানডে জেতা সম্ভব নয়। গড়পরতা দলের মতো দেখিয়েছে ভারতকে।

টি ২০ সিরিজে ৫-০ ব্যবধানে হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। এ ধরনের হার যে কোনো দলের কাছেই হতাশাজনক। কিন্তু ওরা দারুণভাবে ফিরে এসেছে। ভারতকে এবার চরিত্র দেখাতে হবে।’ শনিবার শুরুটা দারুণ করেছিল নিউজিল্যান্ড। ব্যাটসম্যানদের দাপটে সাড়ে তিনশ’র কাছাকাছি রান প্রত্যাশা করেছিলেন কিউই ভক্তরা। কিন্তু হঠাৎই পরপর উইকেট পড়তে থাকে। রস টেলর রুখে দাঁড়ান। ফলে লড়াইয়ের পুঁজি পায় নিউজিল্যান্ড।

শোয়েব বলছেন, ‘টেলরের ইনিংসের জবাব নেই। প্রতিপক্ষের সাত-আট উইকেট ফেলে দেয়ার পরে ম্যাচ হাত থেকে ফসকে যাওয়ার কারণ খুঁজে আমি পাচ্ছি না। আমি বারবার বলছি, ভারতের একজন স্ট্রাইক বোলার দরকার। কুলদীপের জায়গায় এসেছে চাহাল। সে ভালো খেলেছে। কিন্তু ভারতীয় দলে এমন একজন বোলার দরকার যে দরকারের সময়ে উইকেট নিতে পারবে।’

Bootstrap Image Preview