Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন সনাথ জয়সুরিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২০, ০২:০৪ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২০, ০২:০৪ PM

bdmorning Image Preview


যুব বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সনাথ জয়সুরিয়া। শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার স্বদেশী কোচ নাভিদ নেওয়াজেরও প্রশংসা করেছেন।

বাংলাদেশের বিশ্বকাপ জয়ে বড় রকমের অবদান আছে নাভিদ নেওয়াজের। ফেসবুকে লেখা একটি স্ট্যাটাসে শ্রীলঙ্কার যুবাদেরও একটি বার্তা পাঠান ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতা জয়সুরিয়া। 

জয়সুরিয়া লেখেন, 'অভিনন্দন বাংলাদেশ। নাভিদ নেওয়াজ অসাধারণ একজন কোচ। শ্রীলঙ্কা দলের জন্য বার্তা হচ্ছে কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি ক্রিকেটের জন্য অপরিহার্য।'

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে সফর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের ৪-১ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশ।

এর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে ফাইনাল খেলে বাংলাদেশ। সব মিলিয়ে বিদেশে খেলার প্রস্তুতি নিয়েই দেশ ছাড়ে বাংলাদেশ।

এছাড়া গত দুই বছর ঘরের মাটিতেও দাপুটে ক্রিকেট খেলে আকবরবাহিনী। পুরো বিষয়টি নজরে এসেছে জয়সুরিয়ার। তাই নিজ দেশের যুবাদের ভালো মতো প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Bootstrap Image Preview