Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভালোবাসা দিবসে গণআবেদন কর্মসূচি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৩৪ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আগামী ১৪ ফেব্রুয়ারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ সহ চারদফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ভালোবাসা চেয়ে গণআবেদন কর্মসূচি পালন করবে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ। সারাদেশে চাকরি প্রত্যাশীরা একযোগে এ কর্মসূচি পালন করবে। সোমবার সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিব শতবর্ষকে সামনে রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রধানমন্ত্রীর আন্তরিক ভালোবাসাে চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণআবেদন পাঠানো হবে। জেলা পর্যায়ে দেশের সকল জেলা প্রশাসক বরাবর এ আবেদন দেয়া হবে।

তাদের চারদফা দাবি হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণ, চাকরির আবেদন ফি কমিয়ে ৫০-১০০ টাকা নির্ধারণ, নিয়োগ পরীক্ষা জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে আয়োজন করা এবং তিন থেকে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।

সংগঠনের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী জাগো নিউজকে বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ সহ চারদফা দাবি আদায়ে আমরা দীর্ঘদিন রাজপথে খোলা আকাশের নিচে অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও আমাদের দাবি বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, মেধার পরিচয় দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, কিন্তু সেশনজটের কবলে পড়ে অনেকের চাকরিতে আবেদন করা সম্ভব হচ্ছে না। বয়সসীমা ৩৫ হলে অনেক মেধাবী বেকার যুবকের চাকরির সুযোগ তৈরি হবে। এ কারণে আগামী ১৪ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে প্রধানমন্ত্রীর ভালোবাসা পেতে গণআবেদন পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Bootstrap Image Preview