Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুবকের প্রেম প্রত্যাখ্যান, প্রকাশ্য রাস্তায় কলেজ শিক্ষিকাকে পুড়িয়ে হত্যা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৪৫ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৪৫ PM

bdmorning Image Preview


প্রকাশ্য রাস্তায় এক কলেজ শিক্ষিকাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে এক যুবক।ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নাগপুরে। হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে মারা গেছেন ওই তরুণী। ২৪ বছরের ওই তরুণী কলেজে শিক্ষকতা করতেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জিনিউজ।

পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, ২৭ বছরের বিকাশ নাগরালে নামে অভিযুক্ত যুবক দীর্ঘদিন তরুণীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

বছরখানেক আগে বিভিন্ন কারণে তার সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করেন ওই তরুণী।সেই প্রত্যাখ্যানের জেরেই ওই তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

অভিযুক্ত বিকাশকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, বিকাশ এখন বিবাহিত এবং তার সাত মাসের একটি সন্তানও রয়েছে।ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

Bootstrap Image Preview