Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

করোনাভাইরাসের কারণে ব্যঙ্গ-বিদ্রুপের শিকার প্রবাসী চীনারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২০, ১১:০৪ AM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২০, ১১:০৪ AM

bdmorning Image Preview


মহামারী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে এ ভাইরাস। চীন করোনাভাইরাসের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ছে। শুধু দেশের ভেতরেই নয়, দেশের বাইরেও অন্য রকম এক লড়াই লড়তে হচ্ছে তাদের। ভাইরাসের কারণে চীনের বাইরে যেসব চীনা নাগরিক বসবাস করছেন তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

চীনের সংবাদমাধ্যম সিনহুয়া ১১ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানায়, করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে এশিয়ান নিয়ে বিশেষ করে চীনা নাগরকিরা বৈষম্যের শিকার হচ্ছেন। যুক্তরাষ্ট্রে এশিয়ান নাগরিক, এশিয়ান খাবার ও এশিয়ান অধ্যুষিত এলাকা এড়িয়ে যাওয়াসহ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে নানা ভুয়া তথ্য ছড়িয়েছে। অনলাইনে এশিয়ান এবং একই সাথে চীনের মানুষদের নিয়ে নানা ধরনের ব্যঙ্গ-বিদ্রুপ ও নেতিবাচক আলোচনাও চলছে দেদার। অথচ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত মাত্র ১২ জন রোগী পাওয়া গেছে। সেখানে ওই ভাইরাস ছড়ানোর শঙ্কাও কম। 

এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর ডিরেক্টর ন্যান্সি মেসোনিয়ার বলেন, আমি এসব গুজব ছড়ানো নিয়ে খুবই উদ্বিগ্ন ও দুর্ভাগ্যজনক। এশিয়ান নাগরিকদের বিষয়ে  মার্কিন নাগরিকদের ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। এসব শোনার পর আমি খুবই কষ্ট পেয়েছি।

Bootstrap Image Preview