বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের পেছনে অনেক বড় অবদান রয়েছে খালেদ মাহমুদ সুজনের। আর তাই তো বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন মনে করেন বোর্ডে কাউকে যদি সবচেয়ে বেশি সম্মান দিতে হয় তাহলে তিনি খালেদ মাহমুদ সুজন।
ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচিত নাম খালেদ মাহমুদ। ইতিবাচক দিকের চেয়ে নেতিবাচক দিক নিয়েই বেশি আলোচনায় এসেছেন তিনি। এতো সমলোচনার পরও বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার টান একটু কমেনি। তার ফল আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। দলের এই জয়ের পেছনে অনেক বড় অবদান রয়েছে সুজনের।
এই সুজনকে প্রাপ্য সম্মান দিতে চান বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আজ সোমবার বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজনকে এই সম্মান দেওয়ার কথা বলেন তিনি।
পাপন বলেন, ‘সবচেয়ে বেশি তোপের মুখে খালেদ মাহমুদ সুজন। যার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার, যার পজিটিভ কিছু কখনো শুনিনি। কিন্তু এটাই বলছিলাম যে, যারাই সবচেয়ে বেশি কাজ করে এবং শুধু ক্রিকেট নিয়ে কাজ করে, অন্য কোনো চিন্তা নাই মাথায়, তাদের কপালই এমন হয়। আজকে আমি যেটা বলেছি, বোর্ড থেকে যদি কাউকে সম্মান দেওয়া উচিত, সেটা হচ্ছে খালেদ মাহমুদ।’
যুব বিশ্বকাপে টাইগারদের সঙ্গে সুজন দক্ষিণ আফ্রিকায় ছিলেন। কাছ থেকে দেখেছেন ১৯ বছরের ছেলেদের বিশ্বজয়ের মুহূর্ত। এই মুহূর্তের পর চোখের পানি ধরে রাখতে পারেননি। যুবারা যখন বিজয়োল্লাসে মেতেছিলেন, সুজন তখন কাঁদছিলেন। কারও সান্ত্বনাও কাজে আসছিল না।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে বাংলাদেশ। ভারত আগে ব্যাটিং করে ১৭৮ রানের টার্গেট দেয়। দুর্দান্ত বোলিং করেন অভিষেক দাস, শরীফুল ও সাকিব।
টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও আকবরের দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। আকবর ৭৭ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত থাকেন। অনবদ্য এই ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতে।