বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ তে সিরিজ জয় করেছে পাকিস্তান। টি-টুয়েন্টি সিরিজে বাজে ভাবে হারার পর টেস্টেও ইনিংস ও ৪৪ রানে হেরেছে বাংলাদেশ।
ইতিমধ্যেই দেশে ফিরেছে টাইগাররা, দেশে ফিরেও বিশ্রামের খুব একটা ফুসরত মিলবেনা তামিম ইকবাল, মুমিনুল হকদের। প্রস্তুতি নিতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের জন্য।
এদিকে টানা ব্যর্থতার বৃত্তে থাকা বাংলাদেশ দল ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াবে বিশ্বাস জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর, ‘আমরা ৬ মাস ধরে খারাপ খেলছি, আশা করছি ঘরের মাঠের সিরিজ দিয়ে আমরা আবারও ঘুরে দাঁড়াবো।’
প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।