Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেতন ঠিকই বাড়ল কিন্তু পারফরম্যান্স বাড়ল না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০১:১০ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০১:১০ PM

bdmorning Image Preview


কিছুতেই যেন কিছু হচ্ছে না। ব্যর্থতা থেকে বেরই হতে পারছে না বাংলাদেশ জাতীয় দল। যুব ক্রিকেটাররা যখন বিশ্বকাপ জিতে বুক ফিলিয়ে দেশে ফেরার অপেক্ষায়, তখন মমিনুল হকের দলকে ফিরতে হচ্ছে লজ্জাবনত মুখে। পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজের পর রাওয়ালপিন্ডি টেস্টেও বিধ্বস্ত হওয়ার পর প্রশ্নটি আরো উচ্চকিত যে সমস্যাটি কোথায়? এজন্য দায়ী কে? এই ব্যর্থতায় কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) কোনো দায় নেই?

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন অবশ্য দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের কোনো দায় দেখছেন না। মঙ্গলবার তিনি বরং গত কিছুদিনে বাজে পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদেরই দায়ী করছেন। তার ভাষায়, ‘পারফরম্যান্স সম্পূর্ণ খেলোয়াড়দের ওপর। যতটুকু সুযোগ-সুবিধা পাওয়ার কথা, ওরা কিন্তু সবই পাচ্ছে।

দীর্ঘ পরিসরের ক্রিকেটে কোনো ঘাটতি নেই। প্রথম শ্রেণির ক্রিকেট হচ্ছে। (পাকিস্তান) যাওয়ার আগে বিসিএলের ম্যাচও খেলে গিয়েছে। এমনকি সবাই পারফর্মও করেছে। এমন নয় যে আপনি চার দিনের ম্যাচ খেলেননি কিন্তু আপনাকে পাঁচ দিনের ম্যাচ খেলতে নামিয়ে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, কিছুদিন আগে বেতন বাড়ানো সহ বেশ কিছু দাবী নিয়ে আন্দোলন করেছিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তারই পরিপেক্ষিতে নতুন বছরে বেতন অনেক বেড়ে গেছে। কিন্তু পারফরম্যান্স দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে।

Bootstrap Image Preview