Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুই বছর বিশ্বকাপ চ্যাম্পিয়ন থাকবে বাংলাদেশ, এটাই তো শান্তি: পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:০৮ AM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:০৮ AM

bdmorning Image Preview


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমরা তো এর আগে অনেক কিছুই করেছি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছি। প্রায় সব বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে সিরিজ জিতেছি। কিন্তু এগুলো বিশ্বকাপ জয়ের কাছে কিচ্ছু না। বিশ্বকাপ, বিশ্বকাপই।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের সংবর্ধনা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, আমি বোর্ড সভাপতি থাকায় যে ওরা ভালো করছে এমন কোনো কথা না। এরা ভালো খেলেছে, কার সময় সেটা গুরুত্বপূর্ণ না। সবচেয়ে বড় কথা হল যত টুর্নামেন্টই হোক না কেন। দুই বছর বিশ্বকাপ চ্যাম্পিয়ন থাকবে বাংলাদেশ, এটাই তো শান্তি।

পাপন আরও বলেন, সেমিফাইনালে জেতার পর রাত সাড়ে ১০টার সময় আমি গণভবনে যাই। মাননীয় প্রধানমন্ত্রী তখন বিদেশে চলে যাচ্ছিলেন কিন্তু তারপরও উনি প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। এগুলো তো সবাই জানে না, প্রধানমন্ত্রী তাদের সাহস দিয়েছেন। আমি এবং প্রধানমন্ত্রী দুইজনই মনে-প্রাণে বিশ্বাস করে রেখেছিলাম আমরা চ্যাম্পিয়ন হব।

বোর্ড সভাপতি বলেন, প্রথম থেকেই আমরা দাপুটে খেলেছি, মাঝখানে একটু ছন্দপতন হয়। সেটা একটু ভয় ধরিয়েছিল তবে বিশ্বাসটা ছিল। কারণ ওই সময় সবচেয়ে বেশি যেটা দরকার ছিল, জিতব আমরা এই আত্মবিশ্বাস ও ঠাণ্ডা মাথা। এটা ওরা যা দেখিয়েছে, অকল্পনীয়।

Bootstrap Image Preview