২০২০ সালে কি নতুন নামে আইপিএল খেলতে চলেছে বিরাট অ্যান্ড কোম্পানি। সেই নিয়েই এখন ভারতীয় ক্রিকেটে জল্পনা তুঙ্গে। ঠিক কী ঘটেছে? মার্চে আইপিএল শুরু হওয়া কথা। ২৯ মার্চ থেকে সম্ভবত এবারের আইপএল শুরু হচ্ছে।
সরকারিভাবে এখনও যদিও আইপিএল শুরুর দিনক্ষণে শিলমোহর পরেনি। তার আগে বুধবার থেকে আরসিবি’র সোশ্যাল মিডিয়ায় সবধরনের প্ল্যাটফর্মে ফ্র্যাঞ্চাইজির ছবি সরিয়ে নেওয়া হয়েছে। যা নিয়ে আইপিএল সমর্থকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। টুইটারে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অফিশিয়াল টুইটার সার্চ করলে দেখা যাবে সেখানে কোনও কভার পিকচার নেই।
এমনকি টুইটার হ্যান্ডেলটিতেও কোনও ছবি নেই। এরপরই জল্পনা। সেক্ষেত্রে নতুন মরসুমে হয়ত নাম পরিবর্তন করে আরসিবি, ২০২০ সালের আইপিএলে নামতে পারে। নতুন নাম! ছবি সরিয়ে ফেলার পাশাপাশি টুইটার হ্যান্ডেলটির নামও পাল্টে ফেলা হয়েছে।পুরনো টুইটার হ্য়ান্ডেলটির নাম এখন শুধু ‘রয়েল চ্যালেঞ্জার্স’। ফাইনালি কোন নামটি হবে সূত্রের খবর আগের নাম ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর’ পাল্টে এবার নতুন নাম ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ হতে চলেছে। কেন এই নাম পরিবর্তন ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে, নাম পরিবর্তন করে একেবারে নতুন মোড়কে আসতে পারে আরসিবি।
ঠিক যেমনটা গত মরসুমে করেছিল দিল্লি। গত মরসুমে দিল্লির আইপিএল ফ্র্যাঞ্চাইজি নাম পরিবর্তন করে। দিল্লি ডেয়ারডেভিলস থেকে ফ্র্যাঞ্চাইজির নাম পাল্টে দিল্লি ক্যাপিটালস হয়েছিল।নাম পাল্টে নতুন মোড়কে আসার পর গত বছর তরুণ দলের পারফর্ম্যান্সও দারুণ ছিল।
দিল্লি ক্যাপিটালস দল প্লে-অফ পর্যন্ত খেলে। আইপিএলের ইতিহাসে আরসিবির পারফর্ম্যান্স ১২ বার আইপিএল খেলে এখনও পর্যন্ত আরসিবি কোনও দিনও চ্যাম্পিয়ন হয়ন। শেষ দু’বার পয়েন্ট টেবিলে ৮(২০১৯) ও ৬ নম্বরে(২০১৮) শেষ করেছে।