Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এনার ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৫১ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এনা বাসের ধাক্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুজন আহাম্মেদ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।  শুক্রবার দুপুরে কুমিল্লার নিমসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুজন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় অটোরিক্সা করে যাওয়ার সময় এনা বাস তাদের ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে সুজন মারা যান। আহত অবস্থায় সুজনের মা ও ভাবিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। 

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক বলেন, সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে বর্তমানে তার বাড়িতে নিয়ে এসেছি।

Bootstrap Image Preview