Bootstrap Image Preview
ঢাকা, ২৭ বুধবার, আগষ্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভালোবাসা দিবসে জীবন দিলো স্কুলছাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ১০:০৮ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ১০:০৮ PM

bdmorning Image Preview


বিশ্ব ভালোবাসা দিবসে বান্ধবীদের সাথে বেড়ানো নিয়ে কাথাকাটাকাটির জের ধরে স্কুলছাত্রী লামিয়া খাতুন (১৪) নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে। এ ঘটনায় কোতয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

কিশোরীর ভাই সাব্বির ও এলাকাবাসী জানান, ওই গ্রামের আব্দুল কাদেরের মেয়ে লামিয়া খাতুন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সে বান্ধবীর সাথে বেড়াতে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু এ নিয়ে তার মায়ের সাথে লামিয়ার বৃহস্পতিবার রাতে কথাকাটাকাটি হয়। শুক্রবার সকালে লামিয়া বেড়াতে যেতে চাইলে মা-বাবা তাকে বকাঝোকা করে। এতে অভিমান করে লামিয়া খাতুন ঘরের আড়ার সাথে পরনের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।

বাড়ির লোকজন টের পেয়ে জানালা ও দরজা ভেঙে লামিয়াকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে দুপুরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Bootstrap Image Preview