Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে সারাদেশে মামলার হুমকি শ্রমিক ফেডারেশনের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ১০:১৩ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ১০:১৩ PM

bdmorning Image Preview


নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে সারা দেশে মামলার হুমকি দিয়েছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনের কার্যকরী সভাপতি শাজাহান খানের বিরুদ্ধে মামলা করায় তারা এই হুমকি দিয়েছে।

শাজাহান খান একইসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য, সাংসদ এবং সাবেক নৌমন্ত্রী। শাজাহান খানের বিরুদ্ধে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) ১০০ কোটি টাকার ক্ষতিপুরণ ও মানহানির মামলা করেন ইলিয়াস কাঞ্চন৷ অভিযোগ আমলে নিয়ে ঢাকার যুগ্ম-জেলা জজ আদালত বৃহস্পতিবার শাজাহান খানের বিরুদ্ধে সমন জারি করেন।

ইলিয়াস কাঞ্চন মামলার অভিযোগে বলেছেন,গত বছরের ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে শাজাহান খান বলেছেন, ইলিয়াস কাঞ্চন অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন। ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন, সেই হিসাব আমি জনসম্মুখে তুলে ধরবো।

এতে ক্ষুব্ধ হয়ে ইলিয়াস কাঞ্চন এই মামলাটি করেন। বৃহস্পতিবার আদালত সমন জারির পর ওইদিনই শাজাহান খানের সংগঠন বাংলাদেশ পরিবহন শ্রমিক সংগঠন কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে সারাদেশে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়৷ সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী শুক্রবার জানান,ইলিয়াস কাঞ্চন আমাদের সংগঠনের সভাপতি শাজাহান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। এর প্রতিবাদে ১৮ ফেব্রুয়ারি সারাদেশে আমরা প্রতিবাদ সমাবেশ করবো। আর ওই দিনের (১৮ ফেব্রুয়ারি) মধ্যে তিনি যদি মামলা প্রত্যাহার না করেন তাহলে সারাদেশে আমরা পরিবহণ শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করবো।

আইনগতভাবে মোকাবেলা না করে সারাদেশে মামলা কেন? প্রশ্ন করলে তিনি বলেন,আমরা ওই মামলাটিতো আইনগতভাবেই মোকাবেলা করবো। কিন্তু ইলিয়াস কাঞ্চন সারাদেশের পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছেন। দুর্ঘটনার জন্য পরিবহন শ্রমিকদের ফাঁসি চেয়েছেন। দুর্ঘটনার জন্য পরিবহন শ্রমিকদের এককভাবে দায়ী করেছেন। এজন্য আমরা মামলা করবো।

একই ‘অপরাধে’ সারাদেশে কেন মামলা করা হবে কেন জানতে চাইলে তিনি বলেন, সারাদেশে আমাদের শ্রমিকদের ইউনিয়ন আছে আইড়াইশ। তারা সবাই বিক্ষুব্ধ হয়ে সারাদেশে মামলা করলে আমরা কি করতে পারি।

তিনি আরো দাবী করেন, ইলিয়াস কাঞ্চন আসলে নিরাপদ সড়কের জন্য কিছু করছেন না। তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তিনি কি কারণে মারা গেলেন, ড্রাইভার দায়ী কিনা সেসব না বলে তিনি বিদ্বেষ ছড়াচ্ছেন।

ইলিয়াস কাঞ্চনের বিপুল সম্পদের ব্যাপারে শাজাহান খানের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তার কথা, ইলিয়াস কাঞ্চনের ড্রাইভিং স্কুল আছে৷ তার সংগঠনটি একটি এনজিও। এসব করা অবৈধ কিনা প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, না অবৈধ না।

আর ইলিয়াস কাঞ্চনও শুক্রবার সকালে দেশের বাইরে গেছেন। তবে নিরপদ সড়ক চাই আন্দোলনের যুগ্ম মহাসচিব লিটন আরাশাদ বলেন, শাজাহান খান মিথ্যা তথ্য দিয়ে আমাদের সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মানহানি করেছেন। তিনি তার চরিত্র হননের চেষ্টা করেছেন। তাকে বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের জন্য দুই মাসের মত সময় দেয়া হয়েছে। আমরা সংবাদ সম্মেলন করেও তাকে তার কথা প্রমাণ করতে অথবা বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছি। কিন্তু তিনি তা করেননি৷ তাই তার বিরুদ্ধে মানহানি এবং ক্ষতিপুণের মামলা করা হয়েছে। কারণ তিনি তার চরিত্রের ওপর আঘাত করেছেন।

Bootstrap Image Preview