Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাইতি এতিমখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৫ শিশু

হাইতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪৪ AM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪৪ AM

bdmorning Image Preview


হাইতির রাজধানী পোর্ট আউ প্রিন্সের বাইরে অবস্থিত একটি এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৫ শিশু নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা সেটি এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মোমবাতির আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।আগুন লাগার কারণ জানতে এতিমখানাটিতে তদন্ত চালানো হচ্ছে।

কর্মকর্তারা জানায়, নিহত শিশুদের মধ্যে দুই জন আগুনে পুড়ে মারা গেছেন। বাকিরা শ্বাস প্রশ্বাস জনিত সমস্যার কারণে মারা গেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,বিদ্যুৎ না থাকার কারণে জেনারেটর নষ্ট থাকায় মোমবাতি জ্বালানোর পর এই অগ্নিকাণ্ড ঘটে। এতিমখানাটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা চার্চ অব বাইবেল আন্ডারস্টেন্ডিংয়ের সহায়তায় পরিচালিত হতো। সংস্থাটি হাইতিতে প্রায় একশ এতিমখানা পরিচালনা করে। তবে পুড়ে যাওয়া এতিমখানাটি অবৈধ ছিল বলে জানা গেছে ।

দাতব্য সংস্থা লুমোস বিবিসিকে জানায়, হাইতিতে ৭৬০টির বেশি এতিমখানা রয়েছে। এর মধ্যে মাত্র ১৫ শতাংশের লাইসেন্স রয়েছে। এই এতিমখানাগুলোতে প্রায় ৩০ হাজার শিশু বাস করেন। ২০১০ সালের ভূমিকম্পের পর হাইতিতে এতিমখানার সংখ্যা বহুগুণ বেড়েছে।

Bootstrap Image Preview