Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে সেনাবাহিনীর লরি উল্টে বেশ কয়েকজন সেন সদস্য আহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০, ০১:০১ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০২০, ০১:০১ PM

bdmorning Image Preview


রাজধানীতে সেনাবাহিনীর একটি লরি উল্টে গিয়ে অন্তত বেশ কয়েকজন সেন সদস্য আহত। 

বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) সকালে, শেরে বাংলানগরে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও উপস্থিত সেনা সদস্যরা জানান, সকালের দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে রঙ সাইড দিয়ে আসা এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। লরিতে বেশ কয়েকজন সেনা সদস্য বসা ছিলেন। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন সেন সদস্য আহত হয়েছেন। 

এ ঘটনায় আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তীতে তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।

এ বিষয়ে বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বলছে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

Bootstrap Image Preview