Bootstrap Image Preview
ঢাকা, ২৬ সোমবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মালদ্বীপে গেলো সশস্ত্র বাহিনীর মেডিক্যাল টিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০, ০৩:০৩ AM
আপডেট: ২১ এপ্রিল ২০২০, ০৩:০৩ AM

bdmorning Image Preview


করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া মালদ্বীপের ৭১ জন নাগরিককে নিয়ে মালদ্বীপ গিয়েছে সশস্ত্র বাহিনীর একটি মেডিক্যাল টিম। সোমবার (২০ এপ্রিল) বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানে তারা ঢাকা ত্যাগ করে। মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের করোনার চিকিৎসাও দেবে এই মেডিক্যাল টিম।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশে আটকে পড়া ৭১ মালদ্বীপের নাগরিককে নিয়ে সশস্ত্র বাহিনীর ১০ সদস্যের মেডিক্যাল টিমটি সোমবার ঢাকা ত্যাগ করে। এসময় বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত আইহাত শান শাকির উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ সদস্যের এয়ার ক্রু'র সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে আছেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এনামুল হক। মিশন সুসম্পন্ন করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

প্রসঙ্গত, মালদ্বীপের নাগরিকরা করোনা পরিস্থিতির কারণে নিজ দেশে ফিরতে পারছিলেন না। দেশে আগে বিমান বাহিনীর পরিবহন বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও চাঁদপুর থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের ঢাকায় একত্রিত করা হয়। এখানে আরও উল্লেখ্য যে, ৭১ জন মালদ্বীপের অধিবাসীর মধ্যে ১৮ জন নেপালে ছিলেন।

মালদ্বীপের সঙ্গে বাংলাদেশ সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে বিমান বাহিনীর সহায়তায় মালদ্বীপের এসব নাগরিককে নিজ দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের চিকিৎসাসেবা দিতে প্রয়োজনীয় সরঞ্জামসহ ১০ সদস্যের একটি সশস্ত্র বাহিনী মেডিক্যাল টিম মালদ্বীপে পাঠানো হয়।

Bootstrap Image Preview