Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লকডাউনে ‘অকর্মণ্য’ সানি লিওনের বিরুদ্ধে স্বামীর অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০, ০৯:০৩ AM
আপডেট: ২৩ এপ্রিল ২০২০, ০৯:০৩ AM

bdmorning Image Preview


ড্যানিয়েল ওয়েবরকে বিয়ে করেছেন সানি লিওন। সে সংসারে সন্তানদের নিয়ে সুখের দাম্পত্য তার। প্রায় সময়ই দেখা যায় স্বামীকে সঙ্গে নিয়ে রোমান্টিক ও পারিবারিক ছবি পোস্ট করেন বলিউডের এই অভিনেত্রী।

হঠাৎ কী হলো যে স্বামী সানি লিওনের বিরুদ্ধে অভিযোগ করছেন? সেটাও আবার লাইভে এসে! ড্যানিয়েল বলছেন, সানি লিওন নাকি একেবারে ‘অকর্মণ্য’। লকডাউনে বাড়ি বসে সারা দিন সেলফি তোলে অথবা ঘুমায়। রান্না যে তিনি মাঝে মাঝে করেন না এমন নয়। কিন্তু তাও নাকি অত্যন্ত খারাপ!

সানির ভেরিফায়েড ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে ‘শার্টলেস’ ড্যানিয়েল মুখে সানির প্রশংসা করলেও, কাগজে লিখে একের পর এক অভিযোগ জানিয়ে যাচ্ছেন। সেই কাগজ আবার মেলে ধরছেন ভক্তদের দিকে।

আড়ালে যে স্ত্রীর নামে এইসব বলছিলেন ড্যানিয়েল তা ধরে ফেলেন সানি। তিনি এর বদলা নেবেন বলেও জানান। তবে গোটা ঘটনাই মজার ছলে করা হয়েছে। সানি আর ড্যানিয়েলের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল। দুই ছেলে এক মেয়ে নিয়ে নিজেদের মতো করে সুখে আনন্দে দিন কাটাচ্ছেন তারা।

Bootstrap Image Preview