Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএসএফের রাবার বুলেটে বিজিবি সদস্যসহ আহত ৩, সীমান্তে উত্তেজনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০, ১০:২৪ AM
আপডেট: ২৪ এপ্রিল ২০২০, ১০:২৪ AM

bdmorning Image Preview


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-চ্যাংড়াবান্ধা সীমান্ত পথে অজ্ঞাত পরিচয়ের এক ভারতীয় নাগরিককে পুশইন করার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা বাধা দিলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের এক সদস্যসহ স্থানীয় দুই বাংলাদেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দর জিরো পয়েন্ট সীমান্তে এ ঘটনা ঘটে। রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার ওমর ফারুক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত দুই বাংলাদেশি হলেন বুড়িমারী ইউনিয়নের তাঁতীপাড়া এলাকার বোক্তার উদ্দিনের ছেলে আব্দুল আজিজ পেট্টু(৫০) ও একই এলাকার মতিবর রহমানের ছেলে আইনুল হক (৪০)। আহত বিজিবির সদস্যের নাম খোকন হোসেন।

আহত আব্দুল আজিজ পেট্টু বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বিএসএফ সদস্যরা একজন ভারতীয় নাগরিককে পুশইন করে। স্থানীয় লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানায়। এসময় বিএসএফ কোনও কারণ ছাড়াই এলোপাতাড়ি রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে।

জানতে চাইলে বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ওমর ফারুক বলেন, এই ঘটনায় আমরা কড়া প্রতিবাদপত্র পাঠিয়েছি। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, বিএসএফ ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেড়েছি। এতে দুই নাগরিকসহ একজন বিজিবি সদস্য আহত হয়েছে।

Bootstrap Image Preview