Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সকলের দৃষ্টি আকর্ষণ করছি - স্রেফ ৫ মিনিট...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২০, ০৯:০২ PM
আপডেট: ০৭ মে ২০২০, ০৯:০৩ PM

bdmorning Image Preview
টিম ঘুড়ির একাংশ


আর কদিন বাদেই ঈদ। তবে এবার যেন সে নিয়ে তেমন কোমো আমেজ নেই। না থাকারই কথা। করোনার মহামারিতে অনেকের ঘরে যে তিনবেলার খাবারটুকুও নেই।

প্রতিবছর দুই ঈদের আগে আগে শহরে প্রায় ২০০ মানুষ আমাদের টিম ঘুড়ির অপেক্ষায় পথ চেয়ে থাকে৷ নতুন পোশাকের আশায়৷ গত পাঁচ  বছর ধরে টিম ঘুড়ি প্রায় ২০০-৩০০ মানুষের হাতে তুলে দেয় ঈদের নতুন জামা।

এবারো তারা পথ চেয়ে বসে আছে। তবে নতুন জামার জন্য নয়। কয়েকদিনের খাদ্যসামগ্রীর জন্য। আর্থিক সহযোগিতার জন্য৷

তাই টিম ঘুড়ি সিদ্ধান্ত নিয়েছে, নতুন জামা নয় বরং খাদ্যসামগ্রী তুলে দিবে সেই ২০০ টি ঘরে৷

তবে এই উদ্দেশ্য সফলের জন্য আপনাদের এগিয়ে আসা সবার আগে জরুরি। কারণ টিম ঘুড়ি একটি মাধ্যম মাত্র৷ আপনি বা আপনাদের সহযোগিতায় মূলত পৌছে যায় তাদের কাছে হাসি হয়ে৷

এই ঈদে হয়তো বেশিরভাগ আমরা নতুন জামা কিনবোনা। তাই সেই বাজেট থেকে আসুননা আমরা একটা অংশ এই মানুষগুলোর জন্য ডোনেট করি!

সবার প্রতি আহ্বান আপনারা এগিয়ে আসুন। আমাদের পেইজে কমেন্টে জানান আপনার পাশে থাকার কথা।

সহযোগিতা পাঠাতে-

বিকাশ- 01925990125

টিম ঘুড়ি- https://www.facebook.com/nazreenaloy/

Bootstrap Image Preview