Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পেইজ হ্যাক হয়নি, বাংলাদেশের কিংবদন্তিদের গান শিখাবে নোবেল! (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২০, ০২:২৩ AM
আপডেট: ২০ মে ২০২০, ০২:২৩ AM

bdmorning Image Preview


একের পর এক বিতর্কিত মন্তব্যের সুবাদে আলোচনায় থাকা উঠতি রিয়েলিটি শো খ্যাত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল এবার সংগীতের কিংবদন্তিদের গান শেখাতে চেয়ে বিদ্রুপের মুখে পড়েছেন।নিজের ফেইসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে নোবেল বলেন, “বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শেখাব, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।”

সেই পোস্টে নিজের গাওয়া ‘তোমার মনের ভেতর’, ও ‘আগুনপাখি’ শিরোনামে দুটি গানে কণ্ঠ দেওয়ার কথা স্মরণ করে দেন ফলোয়ারদের।

নোবেল বলেন, তোমাদের লেজেন্ড গত দশ বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্টস্ সেকশানে জানাও। থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।


পোস্টের কমেন্টে নবীণ এ শিল্পীর ‘সংগীত-জ্ঞান’ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে; আত্মপ্রচারণা করে আলোচনায় থাকতেই এমন বিতর্কিত মন্তব্য করেছেন বলেও অভিযোগ কারো কারো। কেউ কেউ আবার তাকে নিয়ে হাস্যরসেও মেতেছেন। যদিও অনেকে পেইজ হ্যাক হয়েছে বলে মনে করেছিলেন। কিন্তু নোবেল তার পরে একটি ভিডিও পোষ্ট করে জানিয়েছেন তার পেইজ তার কাছেই আছে। 

এবারই প্রথম নয়; এর আগেও এমন ‘অন্তঃসারশূন্য’ মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের জন্ম দিয়েছেন গোপালগঞ্জ জন্ম নেওয়া এ তরুণ।

বছর খানেক আগে জাতীয় সংগীত নিয়ে বিরূপ মন্তব্য করে নিন্দার মুখে পড়তে হয়েছিল তাকে। শুধু তাই নয়, গুণধর নোবেলের নাম যুক্ত হয়েছে ধর্ষণের অভিযোগেও। 

তার বছর খানেক পর কিংবদন্তিদের গান শেখাতে চেয়ে ফের নিন্দার মুখে ফিরলেন তিনি।

Bootstrap Image Preview