Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাইড শেয়ারিং অ্যাপ "পাঠও "এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহর খুন !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ১১:২৮ AM
আপডেট: ১৫ জুলাই ২০২০, ১১:২৮ AM

bdmorning Image Preview
সংগ্রহীত


রাইড শেয়ারিং অ্যাপ "পাঠও "এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ নিউইয়র্ক নগরীর ম্যানহাটানে নিজ বাসয় খুন হয়েছেন! নিউইয়র্ক পুলিশ ফাহিমের নিজ অ্যাপার্টমেন্ট থেকে মঙ্গলবার বিকালে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

আনওই পি ডি পুলিশ কর্মকর্তা বলেন, ফাহিমের শরীরের হাত-পা, মাথা সবকিছু খণ্ড-বিখণ্ড ছিল। আমরা এগুলো পেয়েছি। ফাহিমের বোন তার খোঁজ না পেয়ে ৯১১ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

উল্লেখ্য, ১৯৮৬ সালে জন্ম ফাহিমের। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার হরিশপুর গ্রামে। তাঁর বাবা সালেহ উদ্দিন বড় হয়েছেন চট্টগ্রামে আর মা নোয়াখালীর মানুষ। ফাহিম পড়াশোনা করেছেন ইনফরমেশন সিস্টেম নিয়ে আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ে। থাকতেন নিউইয়র্কের ম্যানহাটনে। তিনি রাইড শেয়ার অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা।

নাইজেরিয়াতে গোকাদডা এবং কলম্বিয়াতে পিকাপ রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানির মালিকও তিনি।

এছাড়াও টিনহানগাউট ডট কম, প্রানকডায়াল ডট কম, অ্যাডভেঞ্চার ক্যাপিটাল, কিকব্যাক ইনক।, হ্যা কহাউস ঢাকাএর সফল উদ্যোক্তা তিনি। 

Bootstrap Image Preview