চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮২টি সোনার বার জব্দ করা হয়েছে। জব্দকৃত সোনার বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ৭৪ লাখ টাকা। এ সময় এক যাত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে ওই যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ এই সোনার বার জব্দ করে।
আটক যাত্রীর নাম মো. এনামুল হক। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায় বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস সূত্র।
বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, এনামুল দুবাই থেকে উড়োজাহাজে চট্টগ্রামে আসেন। তিনি তার শার্টের ভেতরে বিশেষ পকেটে করে এসব সোনার বার নিয়ে আসেন।
বিমানবন্দরে কাস্টমসের দায়িত্বরত উপকমিশনার রোখসানা খাতুন জানান, জব্দ সোনার বারের ওজন প্রায় সাড়ে ৯ কেজি। এর বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ৭৪ লাখ টাকা।