Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেরিয়ে এসেছে থলের বিড়াল, কী হবে দীপিকার?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ০৩:৩০ PM
আপডেট: ০১ অক্টোবর ২০২০, ০৩:৩০ PM

bdmorning Image Preview


বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ফিল্ম ইন্ডাস্ট্রিকে নড়বড়ে করে দিয়েছে। তার মৃত্যু রহস্য তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে থলের বিড়াল।

বলিউডের বেশিরভাগ তারকাই মাদকাসক্ত- এমন অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুারো এনসিবি। তালিকায় অভিযুক্ত হিসেবে নাম রয়েছে দীপিকার।

২৫ সেপ্টেম্বর তাকে তলবও করেছিল সংস্থাটি। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। দীপিকার মোবাইল ফোন রেখে দিয়েছেন তারা। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, দীপিকা নাকি মাদক সংক্রান্ত গ্রুপের বিতর্কিত হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা স্বীকারও করেছেন।

কিন্তু এ-ও দাবি করেছেন, তিনি নিজে মাদক নেননি এবং হোয়াটসঅ্যাপে ‘মাল হ্যায় ক্যা’ বলে তিনি যে বার্তা পাঠিয়ে ছিলেন, সেটি মাদক নিয়ে নয়। এ বিষয় সংশ্লিষ্ট অন্যরাও বলেছেন দীপিকা স্বাস্থ্য সচেতন, তিনি মাদক নেন না।

দীপিকার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি জানা যাবে এনসিবির তদন্ত শেষ হওয়ার পর। এদিকে তার অভিনীত কবির খানের স্পোর্টস ড্রামা ফিল্ম ‘৮৩’-এর কাজ শেষ। এ বছর বড়দিনে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে দীপিকার বিপরীতে অভিনয় করেছেন রনবির সিং।

Bootstrap Image Preview