Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাঁজা বৈধ করে দেয়ার দাবি তুলেছে রণবীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ০৭:১৩ PM
আপডেট: ১১ অক্টোবর ২০২০, ০৭:১৩ PM

bdmorning Image Preview


নেশাজাত দ্রব্য গাঁজা সেবনের বৈধতার দাবি জানিয়েছেন বলিউড অভিনেতা রণবীর শোরে। বলিউড পাড়ায় চলমান মাদকাণ্ডের বিষয়টি সামনে এনে এই মন্তব্য করেছেন এই অভিনেতা। 

সুশান্ত সিং রাজপূতের মৃত্যুর রহস্যের জের ধরে বের হয়ে আসে বলিউডে মাদকাণ্ডের নানা তথ্য। সুশান্তের মৃত্যুর বলিউডের একাংশের সঙ্গে মাদক যোগ রয়েছে বলেও সমাজের বিভিন্ন স্তর থেকে অভিযোগ উঠে আসতে শুরু করে। সেই অভিযোগের তদন্তের সূত্র ধরেই নামি দামি তারকাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এই পরিস্থিতিতেই  গাঁজাকে বৈধ করে দেওয়া হোক বলে দাবি তোললেন রণবীর শোরে। 

তিনি বলেন, বলিউডের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের অনেক মানুষ মাদক সেবনে অভ্যস্ত। শুধু বি টাউনের পার্টি নয়, অন্যান্য বিভিন্ন পার্টিতেও মাদক সেবনের চল রয়েছে বলে দাবি রণবীরের।

ভারতের বাইরে বিভিন্ন দেশে গাঁজা আইনসিদ্ধ তাই এবার এ দেশেও এই নেশাকে আইনসিদ্ধ করে দেওয়া হোক বলে দাবি করেন কঙ্গনা সেন শর্মার সাবেক স্বামী।

তিনি আরও জানান, গাঁজাকে যে আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তা অনেক পুরনো। এবার সেই আইনের পুনর্গঠন করে, গাঁজাকে ভারতবর্ষে বৈধ বলে ঘোষণা করা হোক।

Bootstrap Image Preview