Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চুল কেটে ফেলায় দিঘির ছবি থেকে বাপ্পি বাদ, সাইমন ইন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ১১:১৭ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০২০, ১১:১৭ PM

bdmorning Image Preview


ছোট্ট দীঘি। মিষ্টি কথার জন্য যার জনপ্রিয়তা ছিলো আকাশ ছোঁয়া। 'চাচ্চু আমার চাচ্চু' ছবিতে শাকিব খানের ভাতিজি চরিত্রে অভিনয় করেছিলেন সেই ছোট্ট দিঘি। তবে এখন সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট দিঘি বড় হয়ে গেছে। নায়িকা হিসেবে অভিনয় শুরু করতে যাচ্ছেন সিনেমায়।

এদিকে চুল কেটে বিপাকে পড়েছেন বাপ্পি চৌধুরী। শেষ পর্যন্ত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি ছেড়ে দিতে হয়েছে তাকে। বাপ্পির স্থানে পরিচালক সাইমন সাদিককে নিয়েছেন। গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমার শুটিংয়ে আগামী ১৫ নভেম্বর অংশ নেবেন সাইমন।

এ প্রসঙ্গে ঝন্টু বলেন, ‘বাপ্পিকে নিয়েছিলাম। সব ঠিক ছিলো। কিন্তু বাপ্পি চুল কেটে ফেলায় সংকট তৈরি হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে ওর চুল বড় হবে না। এদিকে শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হয়ে গেছে, যে কারণে বাপ্পি নিজেই সরে গিয়েছে। এই সিনেমার জন্য এখন সাইমনকে নিয়েছি।’

Bootstrap Image Preview